ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে জ্বালানি চুক্তি বাতিল করছে ভেনেজুয়েলা

ত্রিনিদাদের সঙ্গে প্রশিক্ষণের জন্য বন্দরে মার্কিন জাহাজ ইউএসএস গ্রেভলি
ত্রিনিদাদের সঙ্গে প্রশিক্ষণের জন্য বন্দরে মার্কিন জাহাজ ইউএসএস গ্রেভলি | ছবি: সংগৃহীত
0

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে গ্যাস প্রকল্পসহ সব জ্বালানি চুক্তি বাতিলের পদক্ষেপ নিচ্ছে ভেনেজুয়েলা।

এটি কার্যকরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে আবেদন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।বেশ কয়েকটি যৌথ গ্যাস প্রকল্প নিয়ে কাজ করতে ত্রিনিদাদের সাবেক সরকারের সঙ্গে সম্মত হয় ভেনেজুয়েলা।

আরও পড়ুন:

তবে এপ্রিলে ত্রিনিদাদের ক্ষমতায় আসা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এবং চলমান কারাকাস-ওয়াশিংটন উত্তেজনার মাঝেই ত্রিনিদাদের উপকূলে মার্কিন রণতরী অবস্থান করায় তলানিতে পৌঁছে গেছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। অন্যদিকে, এর প্রতিক্রিয়ায় ত্রিনিদাদের প্রধানমন্ত্রী জানান, তাদের ভেনেজুয়েলার গ্যাসের কোনো প্রয়োজন নেই।

এফএস