ক্রিকেট
এখন মাঠে

তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন বিসিবি সভাপতি

বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করা ছাড়া অন্য কোন আশাই করছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে তরুণদের উপরই ভরসা রাখছেন বোর্ড সভাপতি। অন্যদিকে দলে লিটনসহ কয়েকজন ক্রিকেটার অফ ফর্মে থাকলেও বিশ্বকাপ প্রস্তুতি সন্তোষজনক বলছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যুক্তরাষ্ট্রের অজানা মাঠ, অজানা কন্ডিশন। প্রস্তুতি নেয়ার সুযোগ নেই খুব একটা। অস্ট্রেলিয়ায় বানানো ড্রপ ইন পিচে খেলবে শান্তরা। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।

এর আগের বেশিরভাগ বিশ্ব আসরে প্রত্যাশা মেটাতে পারেনি টিম বাংলাদেশ। এবার আগেভাগেই অধিনায়ক শান্ত বলেছিল প্রত্যাশার চাপ নিতে চান না তিনি। তবে বিসিবি সভাপতির প্রত্যাশা একটু বেশি।

পাপন বলেন, 'প্রত্যাশা কম হওয়ার কোন সুযোগই নাই। হার জিত নিয়ে আমরা মাথা ঘামাই না। ওরা যদি ভালো ক্রিকেট খেলে তাহলেই সবাই খুশি।'

অনেকটা তরুণ দল নিয়েই আমেরিকায় পাড়ি দেবে বাংলাদেশ দল। সাকিব, মাহমুদউল্লাহ ছাড়া নেই তেমন কারও অভিজ্ঞতা। দলে আছেন প্রথমবার শর্টার ফরম্যাটের বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটার। তাই বিসিবি বসের আশা ভালো কিছুই করবে তরুণরা।

তিনি আরও বলেন, 'নতুন কয়েকটা ছেলে আছে যারা খুবই সামর্থ্যবান। সাকিব-মাহমুদউল্লাহ অনেক অভিজ্ঞ খেলোয়াড়। ওরা যদি ভালো খেলতে পারে তাহলে যেকোন দলকে হারানো সম্ভব।'

বিশ্বকাপ প্রস্তুতিতে টাইগাররা খেলে ২০ দলের বিশ্ব আসর থেকে ছিটকে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। সেখানে ব্যাটে বলে আশানুরূপ কিছু না হলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

হাথুরু বলেন, 'টি টুয়েন্টি ক্রিকেটে আগে থেকে বলাটা খুব কঠিন। বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে। আমাদের প্রস্তুতি সন্তোষজনক। এবারের দল নির্বাচনের প্রক্রিয়াটা খুব সুন্দর ছিলো।'

বুধবার রাতে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের। সেখানে খেলবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এর আগে অবশ্য স্বাগতিক আমেরিকার সাথেও খেলবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর