ক্রিকেট
এখন মাঠে
0

এলপিএলের ডাম্বুলা থান্ডার্সের আইকন মুস্তাফিজ

লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

বর্তমানে দারুণ ফর্মে আছেন কাটার মাস্টার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৭ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। তার ইকোনমি রেট ৫.১৮। 

এর আগে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ফিজ। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেটে শিকার করে ছিলেন বেশ আলোচনায়। 

১ জুলাই থেকে শুরু হওয়া এলপিএলের নিলামের আগেই মুস্তাফিজকে দলের আইকন ক্রিকেটার করেছে ডাম্বুলা। প্রিমিয়ার লিগে ফিজের সঙ্গে নাম আছে বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং তাসিকন আহমেদের। 

বিশ্বকাপের পর ১ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন আসর। এবারের নিলামে ২৪ দেশের ৫০০ বেশি ক্রিকেটার নাম লিখিয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর