ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষকে দুর্বল না ভেবে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলার প্রত্যয় বাংলাদেশের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢামাঢোল বাজতে মাত্র এক মাসের অপেক্ষা। এর আগেই দ্বিপাক্ষিক কিংবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তা ঝালাইয়ে ব্যস্ত দলগুলোর ক্রিকেটাররা। বড় মঞ্চে লড়াইয়ের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভুল ত্রুটি আর সামর্থ্য যাচাই-বাছাইয়ের শেষ সুযোগ জিম্বাবুয়ে সিরিজ।

এই সিরিজে স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে স্বাগতিকরা। আগেই বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। আসরে না থাকলেও সেই দলের সঙ্গে পরীক্ষা নিরীক্ষার চেয়ে সিরিজ জিততেই মনোযোগ বাংলাদেশ অধিনায়কের।

নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমাদের দলের সবাই জিম্বাবুয়েকে হারানোর সামর্থ্য রাখে। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়াটাই লক্ষ্য।'

বিশ্বকাপের মতো বড় আসরে স্কোরবোর্ডে রান তুলতে প্রয়োজন দলের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারদের অংশগ্রহণ। ফিল্ডিংয়ে সমান গুরুত্ব থাকবে এই সিরিজে বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, 'যার যেখানে দুর্বলতা আছে তারা সেখানে উন্নতির চেষ্টা করছে। আমাদের লো অর্ডারের সবাই মোটামুটি ব্যাটিং করতে পারে। কম্বিনেশনের দিক থেকে আমরা খুব ভালো অবস্থানে আছি।'

এদিকে সবশেষ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল ২২ সালে। তিন ম্যাচের সিরিজে সেবার হারে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সিরিজের পর বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে এবার জয় দিয়ে সিরিজ শেষের চ্যালেঞ্জ বাংলাদেশের!