গ্রীষ্মের দুপুরটা এমনিতেই একটু বড় মনে হয়। এরমধ্যে মাঠে চিড় ধরা রোদের দাপট তো আছেই। এমন অবস্থার মাঝেই মিরপুরে একে একে হাজির হলেন টাইগার হেড কোচ হাথুরু সিংহেসহ কোচিং প্যানেলের প্রায় সব সদস্য। ছিলেন বিসিবি থেকে সদ্য স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া মুশতাক আহমেদও। দায়িত্ব পাওয়ার পর এটাই তার মিরপুরে প্রথম আসা।
সকলের একত্রিত হওয়ার কারণ অবশ্য আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প নিয়ে বিসিবির সাথে কোচিং প্যানেলের বৈঠক। দীর্ঘ আলাপচারিতা শেষে প্রস্তুতি ক্যাম্পার স্কোয়াড নিয়ে সাংবাদিকদের সামনে হাজির বিসিবির প্রধান নির্বাচক। দিলেন দল নিয়ে ব্যাখ্যা।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলোয়ার আসবে। প্লানিং কি হবে, ব্যাটসম্যানের কি ভূমিকা থাকবে ও বলারদের কি রোল থাকবে সে ব্যাপারে আমাদের টিম ম্যানেজমেন্ট ও হেড কোচরা তারা ধারণা দিবে।'
চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলায় আপাতত ভারতে আছেন মোস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার। অন্যদিকে পরিবারের সাথে সময় কাটাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। ফলে স্বাভাবিকভাবেই এই দুজনকে ক্যাম্পে পাচ্ছে না বিসিবি। এই মাসের শেষভাগে দুজন দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজে প্রথমদিকে না খেলার সম্ভাবনা তাদের।
পহেলা মে এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা দিতে হবে সব দেশকে। তবে এরপরও ইনজুরি ছাড়াও নিজেরদের মতো ২৫ মে পর্যন্ত ক্রিকেটার পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো। এসব কিছু বিবেচনা করেই সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের জন্য সেরা দল দিতে চায় নির্বাচক প্যানেল।
প্রধান নির্বাচক আরও বলেন, 'আমরা সর্বোচ্চ সুযোগ নেওয়ার চেষ্টা করবো। আইসিসির একটা বাধ্যবাধকতা আছে মে ১ তারিখের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। এই দলটাই আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নেই। পরিবর্তন আসতে পারে অনেক কিছুই হতে পারে।'
চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু ২৬ এপ্রিল। চলবে ২৮ তারিখ পর্যন্ত। ৩ মে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দলে রয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।