ক্রিকেট
এখন মাঠে
0

'প্রতিপক্ষ বিবেচনায় সেরা দল গঠন করবো'

এক যুগ পর বিসিবি'র কোন দায়িত্বে গাজী আশরাফ হোসেন লিপুর পদচারণা হোম অব ক্রিকেটে। মান ভেঙে বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক এবার ফিরলেন প্রধান নির্বাচকের ভূমিকায়। প্যানেলসঙ্গী হান্নান সরকারসহ দু'জনকে ফুলেল শুভেচ্ছা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের।

তবে যে দায়িত্ব তারা পেয়েছেন সেখানে প্রশংসার চেয়ে সমালোচনা কুড়ানোর শঙ্কাই বেশি। তারপরও নবনিযুক্ত দু'জনের প্রতিশ্রুতি, ভবিষ্যতে সেরা দল গঠনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

নবনির্বাচিত বিসিবি'র প্রধান নির্বাচক লিপু বলেন, 'আমাদের খেলোয়াড় সীমাবদ্ধতা আছে। সবাই ঢাকাতে দুই ক্রিকেটে ইনভল্ভড, সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক, বিসিএল হোক আর আন্তর্জাতিক ক্রিকেট তো আমরা দেখছিই। সেখান থেকেই আমাদের খেলোয়াড় বাছাই করতে হয়। অন্যান্য দেশগুলোতে যেমন প্রাদেশিক ক্রিকেট আছে ঠিক অতটাও ঝামেলাপূর্ণ না।'

নবনির্বাচিত বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেন, 'আমি প্রায় ৯ বছরের কাছাকাছি বয়সভিত্তিক গ্রুপে সিলেক্টর হিসেবে কাজ করেছি। এর মধ্যে উথ্থান-পতন ছিল। বয়সভিত্তিক গ্রুপে কাজ করার কারণে আসলে বোর্ড থেকে সবসময় ফলোআপ করা হত কে কেমন কাজ করছে। যেহেতু আপনারা জানেন যে, এখন বয়সভিত্তিক গ্রুপের খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। সেই আলোকে হয়তো এই খেলোয়াড়দের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে বিসিবি আমাকে সুযোগ দিয়েছে।'

তবে দল গঠনে তাদের ভূমিকা আসলেই কতটুকু হবে? জাতীয় দল নির্বাচনে কোচ-বোর্ড পরিচালকসহ অনেকের প্রকাশ্য হস্তক্ষেপ থাকে বলে অভিযোগ আছে। বিশেষ করে কোচ চান্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে দল গঠনে প্রভাব বিস্তারের অভিযোগ আছে। এ ব্যাপারগুলো কীভাবে সামলাবেন লিপু?

এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কোচের সঙ্গে এখন পর্যন্ত আমার দেখাই হয়নি। নিশ্চয় কোচের সঙ্গে দেখা হলে মতবিনিময় হবে। তার ফিলোসোফিটা আমি জানতে পারবো। আমাদের দুজনের এবং পুরো দলের একই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট টিম যেন ভালো রেজাল্ট করে, পারফর্ম করে।'

কেবল নামের ভারে নয়, প্রতিটা ক্রিকেটারের ডাটা তৈরি করে সে অনুযায়ী দলে ডাকা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

এখন দেখার অপেক্ষা, নতুন প্যানেলের হাত ধরে যে নতুন যুগের সূচনা হলো তা দেশের ক্রিকেটের জন্য কতটা মঙ্গল বয়ে আনে।

ইএ