তিনি জানিয়েছেন সরকারের কাছ থেকে বিসিবি কোন আর্থিক সহায়তা নেয় না, উল্টো সম্ভব হলে সরকারকে টাকা দেয় বিসিবি।
বিসিবি সভাপতি পাপন বলেন, 'ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে সরকারের কাছ থেকে কখনো এক পয়সাও নেইনি। উল্টো আমরা মাঝেমধ্যে সরকারকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। এটা বলার পিছনে একটা কারণও আছে। আমরা তাহলে চলতাম কীভাবে? প্রত্যেকটা ফেডারেশনেরই আর্থিক সংকট আছে। সরকার হয়তো আপনাদের একটা প্রক্রিয়া করে দিতে পারবে। কিন্তু তারপর নিজেদের এগিয়ে যেতে হবে। আর নিজেদের এগিয়ে যেতে হলে অবশ্যই স্পন্সর লাগবে।'