ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ: ফারুক

বাংলাদেশ দলের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

যথাসময়ে নির্বাচক প্যানেলে পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি। একইসঙ্গে হাথুরুসিংহকে স্বেচ্ছাচারী উল্লেখ করে তাকে আবারও হেড কোচ বানানোর সমালোচনা করেছেন সাবেক এই অধিনায়ক।

আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণার দুই যুগ পূর্ণ হলো বাংলাদেশের। অথচ উল্লেখযোগ্য কোন সাফল্য নেই টাইগারদের। কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে অনেককিছুই। তবে বিশ্বকাপ বা আন্তর্জাতিক কোন আসরে যাওয়ার আগে দল গঠন নিয়ে যে নাটকীয়তা হয়, ব্যর্থতার পেছনে সেটি যে বড় কারণ তা তো বলাই যায়। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদও মনে করিয়ে দিলেন সেটিই।

ফারুক আহমেদ বলেন, ‘যে প্রসেসে হচ্ছে, এটা আমি মানতে পারি না। যদি গত বিশ্বকাপের কথা বলি, আমরা দেখলাম দল গঠনই হয়নি। আর তখন আমরা পজিশন নিয়ে এক্সপেরিমন্টে করি! এখানে অনেকের হস্তক্ষেপও আছে।’

দল গঠনে হস্তক্ষেপ, স্বাধীনভাবে কাজ করতে না পারাসহ নানা কারণে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ফারুক আহমেদ। তবে বর্তমান যে কমিটি আছে তারা সবকিছু মেনে নিয়েই আঁকড়ে আছেন পদ, মনে করেন তিনি। দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থেই নিয়মিত নির্বাচক প্যানেলে পরিবর্তন জরুরি বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।

জাতীয় দলের বর্তমান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন সাবেক এই অধিনায়ক। তার কারণেই ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় বলে মনে করেন তিনি।

নিজের পছন্দকে প্রাধান্য দিলে আর কাউকে বাদ দিলে দলের পারফরম্যান্স আরো তলানিতে ঠেকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক এই প্রধান নির্বাচক।

এই সম্পর্কিত অন্যান্য খবর