অধিনায়ক হিসেবে অভিষেক তাসকিনের

0

আইসিসি কর্তৃক স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন তাসকিন আহমেদ। বিপিএলের ২৪তম ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাসকিনের।

এদিন ঢাকা দলের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনের পরিবর্তে অধিনায়ক হিসেবে টস করতে আসেন পেস বোলার তাসকিন আহমেদ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতে নামেন তিনি।

ক্রিকেটের যেকোন ফরম্যাটে এটি তার প্রথম অধিনায়কত্ব। এর আগে কোথাও কাপ্তান হওয়ার সুযোগ পাননি তিনি। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ইনজুরিতে এ দায়িত্ব পান তাসকিন।

বিপিএলে এবারের আসর শুরু হওয়ার আগে তিনি কখনও অধিনায়কত্ব করতে চান কি না? এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, 'এখনও এসব নিয়ে ভাবছি না। আমি আমার কাজ ভালো করে করার চেষ্টা করছি। যদি কখনও সুযোগ আসে তা পালন করবো।'

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় এ পেসারের। এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে ৫২টি উইকেট পেয়েছেন তিনি।

এসএস