ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টের পর এবার ওয়ানডে সিরিজও জিততে চায় উইন্ডিজরা

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দু'দল।

ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে ক্যারিবীয়ানরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খুলনার হয়ে কয়েকটি ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক শাই হোপ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রোস্টন চেজও আছেন এই দলে। সবশেষ টেস্ট জেতার পর ক্যারিবীয়নরা এবার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার।

অবশ্য দু'দলের ১৪৩ বারের সাক্ষাতে অজিরাই এগিয়ে। উইন্ডিজের ৬১ জয়ের বিপরিতে হারতে হয়েছে ৭৬টি ওয়ানডেতে। অন্যদিকে স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ।

নিয়মিত অধিনায়ক পেট কামিন্স, জশ হ্যাজেইলউড, মিচেল স্টার্ক ও ম্যাক্সওয়েলরা থাকছেন বিশ্রামে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর