ক্রিকেট
এখন মাঠে
0

আগামী বিপিএলেও খেলতে চান মাশরাফী

বিপিএলে খেলা নিয়ে সাবেকদের সমালোচনার বিষয়ে এবার মুখ খুললেন মাশরাফী বিন মোর্ত্তজা। বললেন, সমালোচনার মধ্য দিয়েই ক্রিকেটারদের খেলতে হয়।

স্লো রানআপের বোলিং দেখে মাশরাফির সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল সমালোচনা করেছিলেন। মন্তব্য করেছিলেন 'আনফিট মাশরাফী খেলায় বিপিএলের মান কমছে'। আশরাফুলের সঙ্গে সেই সমালোচনায় আকরাম খানও শামিল হন। বিসিবি'র এই পরিচালক বিপিএলের ইমেজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বোর্ড ও সাবেক সতীর্থদের সমালোচনায় সিলেট অধিনায়ক কান দিতে চান না।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘সমালোচনা নিয়েই খেলতে হবে। এটার জবাব দেওয়ার কিছু নেই, জবাব দেওয়াও যায় না। ভালো খেলা এবং দলকে জেতানোর চেষ্টা করার বাইরে আর কিছু নেই।’

পায়ের সমস্যা নিয়ে খেলতে মাশরাফীকে বেশ বেগ পেতে হচ্ছে। তবুও বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে চার ওভার বোলিং করেছেন তিনি। তবে সেটা যে সাবেকদের সমালোচনার জন্য করেননি, সেটাও স্পষ্ট করলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মাশরাফী বলেন, 'আমি পাল্টা আক্রমণ করি না, এটা আমার অভ্যাসও না। মানুষ সবসময় জয়ীদেরকেই মনে রাখে। এটা শুধু ক্রিকেটে নয় দুনিয়ার সব জায়গাতেই। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নাই। আমরা যারা খেলছি তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।'

সমালোচনা আর ইনজুরিকে পাশ কাটিয়ে মাশরাফি কী বিপিএলের পরবর্তী আসরে খেলবেন?

এমন প্রশ্নে মাশরাফী বলেন, ‘হতে পারে, আমার পা যদি ঠিক থাকে তাহলে খেলা যেতে পারে। আমি আমার মতো করেই করতে (খেলতে) চাই। গত বছরের মতো যদি ফুল করতে পারি (পরিপূর্ণ খেলা) তাহলে চিন্তা করবো।'