ক্রিকেট
এখন মাঠে

আইসিসি'র বর্ষসেরা দলে জায়গা হয়নি কোহিল, ম্যাক্সওয়েলদের

বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। সেখানে বাংলাদেশের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। সেই সাথে নেই কোন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ক্রিকেটারও।

ঠিক তেমনি নেই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো ব্যাটাররা। কিন্তু বিশ্বসেরা একাদশে আছেন ভারতের চার ক্রিকেটার।

ভারতের সূর্যকুমার ইয়াদভকে অধিনায়ক করে ১১ সদস্যের দল ঘোষণা করেছে আইসিসি। সূর্যকুমারের স্বদেশি অন্য তিনজন হলেন জয়শালন, রবি বিষ্ণু ও আর্শদীব সিং।

এ তালিকায় আছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা। এছাড়াও ইংল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের একজন করে ক্রিকেটারের ঠাঁই হয়েছে এ দলে।

তবে বিশ্বসেরা এই একাদশে চমক হলেন উগান্ডার ক্রিকেটার আলপেশ রামজানি। দুর্দান্ত এক বছর কেটেছে তার। এ স্পিনার ৩০ ম্যাচে শিকার করেন ৫৫ উইকেট।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর