বিপিএলে ফরচুন বরিশাল যেন জাতীয় দলেরই সংক্ষিপ্ত সংস্করণ। কারণ দলটিতে আছেন তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজ, খালেদদের মতো তারকা ক্রিকেটার।
প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্সে ভর করেই জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শুরুটা ভালো করায় পরবর্তী ম্যাচ নিয়েও আশাবাদী ফরচুনের কোচ।
ফরচুন বরিশালের কোচ বলেন, 'প্রতিটি দলের প্রথম ম্যাচ মোমেন্টাম দেয়। তাই প্রথম ম্যাচের জয় বাকি ম্যাচগুলোর জন্য বাড়তি অনুপ্রেরণা দেয়। এবারের সব দলগুলোয় সমপর্যায়ের।'
বিপিএলের বিগত আসরগুলোতে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা কম হয়নি। কারণ একটাই, বেশিরভাগ ম্যাচ হয় লো স্কোরিং। এবারের লিগেও গত দুইদিনে তেমন হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি। তবে, চলতি আসরে মিরপুরের উইকেটে রানের ফোয়ারা ছুটবে বলে বিশ্বাস বাবুলের।
'মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিকে রান না হলেও পরবর্তীতে রান হবে বলেই বিশ্বাস,'তিনি যোগ করেন।
এ কোচের মতোই মিরপুরের পিচ নিয়ে ইতিবাচক কথাই বললেন খুলনা টাইগার্সের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। যদিও আসরের শুরুতেই লো স্কোরিং ম্যাচ খেলেছে তারা।
খুলনা টাইগার্স ওপেনার জয় বলেন, 'শেষ ম্যাচের উইকেট ভালো ছিলো। আমরা নিজেদের ভুলে উইকেট দিয়েছি। আমরা ভালো খেলতে পারলে ১৭০-১৮০ রান করা সম্ভব।'
পরবর্তী ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এবারের আসরে বরিশাল শক্তিশালী দল হলেও তা নিয়ে চিন্তিত নয় খুলনা।
'পেশাদার ক্রিকেটার হিসেবে যখন যেখানে দল খেলাবে সেখানেই মানিয়ে নিতে হবে। তাই পেশাদার ক্রিকেটার হিসেবে অল্প সময়েই মানিয়ে নিতে হবে', জয় যোগ করেন।
প্রথম ম্যাচ জেতায় আত্নবিশ্বাসী এনামুল হক বিজয়ের দল। তবে, তামিমদের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, সেটা তো অনুমেয়ই। ময়দানী লড়াইয়ে বরিশাল নাকি খুলনা কে কাকে ছাপিয়ে যায় তা দেখার অপেক্ষায় থাকতেই হচ্ছে।