পার্থ টেস্টে ওয়ার্নার, খাজাদের ব্যাটিং আর মিচেল স্টার্কদের বোলিং তোপে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে শান মাসুদের দল। তাই মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এবার সিরিজে সমতায় ফিরতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।
যদিও পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে দলের ইনজুরি। বিশেষ করে দলের স্পিন এ্যাটক একেবারে ভেঙে পরেছে। স্পিনার নোমান আলী আর পেসার খুররম শাহজাদকে হারানোর পর এবার নতুন দু:সংবাদ লেগ স্পিনার আবরার আহমেদকেও না পাওয়া। যদিও প্রথম টেস্টে না খেলতে পারা আবরারকে মেলবোর্ন টেস্টে দলে পাওয়ার আশা করেছিল পাকিস্তান।
এদিকে দূর্দান্ত সিরিজ শুরু করা অজিরা সবদিক থেকে আছে দারুণ ফর্মে। যে কারনে অস্ট্রেলিয়া দল কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামতে পারে মাঠে। বাংলাদেশ সময় ম্যাচ শুরু ভোর সাড়ে ৫ টায়। যদিও আস্ট্রেলিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলছে এই ম্যাচে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।