ক্রিকেট
এখন মাঠে
0

বোর্ড সভায় হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত

নির্বাচনের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন

প্রায় এক মাস হতে চললো বিশ্বকাপ শেষ হয়েছে। এরইমধ্যে অনেক দেশই খেলে ফেলেছে একাধিক সিরিজ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে পাড়ি জামিয়েছে বাংলাদেশ।

 তবে একটা জায়গায় বাকি দেশগুলো থেকে ব্যতিক্রম বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার এতদিন পরও এর রেশ চলমান। যেটা আবারও মনে করিয়ে দিলেন খোদ বিসিবি সভাপতি।

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার কারণ খতিয়ে দেখা তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না পেলেও তার চোখে কেন ব্যর্থ হয়েছে টিম বাংলাদেশ সেটা জানিয়ে দিয়েছেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘যেসব টিম বড় রান করেছে তাদের প্রথম দুইজন কিংবা তিনজনই বড় স্কোর করেছে। কিন্তু আমাদের প্রথম পাঁচজনই আশানুরূপ রান করতে পারেনি।’

টাইগার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর এক প্রকার বিসিবি সভাপতির হস্তক্ষেপে বাংলাদেশের কোচ হিসেবে ফেরানো হয় হাথুরুসিংহেকে। তবে বিশ্বকাপে বাংলাদেশে ভরাডুবির পর ঘুরে ফিরে তাকে নিয়েই প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে উঠেছে ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণসহ নানা অভিযোগও। তাকে নিয়ে কি ভাবছে বিসিবি?

বিসিবি সভাপতি বলেন, ‘এই সমস্ত সিদ্ধান্ত বোর্ড মিটিং ছাড়া নেয়া যায়না। যেহেতু একটা সিরিজ চলছে তাই বিরতির সময় তা নেয়া হবে।’

কোচের পাশাপাশি আলোচনায় বাংলাদেশের নির্বাচক প্যানেলও। মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন বর্তমান প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। কাদের হতে উঠতে যাচ্ছে এই গুরুদায়িত্ব তার সুরাহা অবশ্য এই মাসেই হচ্ছে না।

বিশ্বকাপে হতাশার সময় পার করলেও সাম্প্রতিক সিরিজগুলোতে নারী ও যুব ক্রিকেটারদের পারফরম্যান্সে পঞ্চমুখ বিসিবি বস।