প্রায় ৫ মাস পর বাংলাদেশের টেস্ট ম্যাচ। আর টেস্টে অভিজ্ঞ দল ভারতের সাথে খেলে গত বছরের ডিসেম্বরে। ৫ দিনের ক্রিকেটে বাংলাদেশের অনিয়মিত থাকা অনেকটাই কাল হয়ে দাঁড়িয়েছে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে।
ওপেনার জাকির আর মাহমুদুল জয় ভালো শুরুর ইঙ্গিত দিলেও এজাজ প্যাটেলে শুরু দিনের প্রথম উইকেট। এরপর রান তোলা আর উইকেট যাওয়া মনে হয় একে অন্যের সাথে প্রতিযোগিতায় নেমেছে।
শান্ত'র পর মুমিনুল ধরা পড়ে অনিয়মিত বোলার গ্লেন ফিলিপসের স্পিনে। মুশফিকের যেনো খুব তাড়া। যেতে হবে ড্রেসিংরুমে। তাই ক্যাচ সামনে এগিয়ে দিলেন উইলিয়ামসনের হাতে।
আর মিরাজের আউট তো সবকিছুর উর্ধ্বেই বলা যায়। শেষদিকে নাঈম, তাইজুলও যেনো রানের ক্ষুধায় ব্যস্ত। অনেকদিন পর সুযোগ পাওয়া নাঈম ফিরলেও দ্বিতীয় দিনের জন্য টিকে আছে তাইজুল, শরীফুল।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে আরও ভালো অবস্থায় থাকতে পারতো বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পার হয়নি সিলেট টেস্টের প্রথম দিন। সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে টাইগাররা।