সাফ ফুটসালে নতুন স্বপ্ন, আত্মবিশ্বাসী নারী ও পুরুষ দল

খেলোয়ার ও ম্যানেজারদের সংবাদ সম্মেলন
খেলোয়ার ও ম্যানেজারদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

দীর্ঘদিন পর ফুটসাল দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরার অপেক্ষায় আছেন সাবিনা খাতুনসহ জাতীয় দলের অনেক খেলোয়াড়। ফুটবলের মতো সাফ ফুটসালেও ইতিহাস গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এ অধিনায়ক। অন্যদিকে মেডেল জিতে খেলাটিকে নিয়মিত করতে আশাবাদী পুরুষ ফুটসাল দল। এদিকে আন্তর্জাতিক ম্যাচে শক্তিশালী দল গড়তে চলতি বছরে লিগ শুরুর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটসাল কমিটির।

এক সময়ে দেশের ফুটবলের পোস্টার গার্ল ছিলেন সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে সাফ জিতে ইতিহাস রচনার গৌরব অর্জন করে বাংলাদেশ। তবে এক রাতের ঝড় উলট পালট করে দেয় সাবিনাসহ ১৮ নারী খেলোয়াড়ের ফুটবল ভবিষ্যৎ। অনিশ্চয়তা থাকা সেই নারীদের মধ্যে বেশিরভাগই লাল সবুজের জার্সি গায়ে ফিরেছেন মাঠে। তবে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাবিনা খাতুনসহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানি, মাতসুসিমা সুমাইয়ারা।

তবে দীর্ঘ দিন পর বাফুফে ভবনে তারা। গায়ে লাল সবুজের জার্সি জড়ানো ঠিকই তবে জাতীয় দলের নয় ফুটসালের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।

বাংলাদেশ নারী ফুটসাল দল অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘পার্থক্য তো বিশাল। সেটি প্রথমবারের মতো হয়েছিলো আমরা পার্টিসিপেট করতে গিয়েছিলাম। পার্থক্য বলতে এখন মানুষরা মোর নলেজেবল ফুটসাল সম্পর্কে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে জানে।’

আরও পড়ুন:

নারীদের পাশাপাশি ২ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করা পুরুষ ফুটসাল দলেও রয়েছে দারুণ সম্ভাবনা। মেডেল জিতে দেশে ফুটসাল নিয়মিত করার কথাই জানিয়েছেন এ খেলোয়াড়।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের খেলোয়ার কাজী ইব্রাহিম আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা করব ভালো ফলাফল নিয়ে আসার জন্য। সবাই দোয়া করবেন যেন আমরা কিছু একটা নিয়ে আসতে পারি। আরও ডেভেলপ করতে পারি।’

এদিকে, আন্তর্জাতিক ফুটসালে ভালো সাফল্য আনতে হলে কাঠামোগত পরিবর্তন এবং লিগ শুরু করার কথা জানিয়েছেন দলের ম্যানেজার এবং কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।

বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দলের ম্যানেজার ইমরান রহমান বলেন, ‘আমরা একটি মিনি স্টেডিয়াম বানাবো যেখানে একটি অ্যাকাডেমি থাকবে। আমাদের নারী লিগ ও পুরুষ লিগ শেষের দিকে হলেও যেন সেটি শুরু হয়।’

নারীদের ১৩ ডিসেম্বর এবং পুরুষদের ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফ ফুটসালে অংশ নিতে আজ (শুক্রবার, ২ ডিসেম্বর) দেশ ছাড়বেন সাবিনা-তুহিনরা।

এফএস