ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল
নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল | ছবি: সংগৃহীত
0

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল। তার জায়গায় ডাক পেয়েছেন হেনরি নিকোলস।

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয়ের ম্যাচে ১১৮ বলে ১১৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন মিচেল। সেই ম্যাচেই গ্রোয়েন ইনজুরিতে পড়েন তিনি। মেডিক্যাল স্ক্যানের জন্য ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। এ পরীক্ষায় তার ইনজুরির বিষয়টি ধরা পড়ে।

আরও পড়ুন:

মিচেলের জায়গায় ওয়ানডে সিরিজের দলে হেনরি নিকোলসকে ডাকা হয়েছে। চলতি বছরের এপ্রিলে জাতীয় দলের হয়ে শেষবার ওয়ানডে খেলেছেন তিনি। ঘরোয়া লিগ ফোর্ড ট্রফিতে দারুণ ফর্মে থাকলেও মূল একাদশে জায়গা পেতে মার্ক চাপম্যানের সঙ্গে লড়তে হবে তাকে।

এফএস