লিভারপুলকে ৩ গোলে হারিয়ে গার্দিওলার হাজারতম ম্যাচ জয়

লিভারপুলের-ম্যানচেস্টার সিটি ম্যাচ
লিভারপুলের-ম্যানচেস্টার সিটি ম্যাচ | ছবি: সংগৃহীত
0

নিজের কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ জয় দিয়ে রাঙালেন পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে তার দল ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে বড় প্রতিপক্ষ লিভারপুলকে।

ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছিল ম্যান সিটি। প্রথম ৩০ মিনিটে কার্যত অসহায় হয়েই ছিল লিভারপুল। ১৩ মিনিটে আর্লিং হালান্ডের পেনাল্টি মিস না হলে শুরুতেই লিড থাকতো সিটিজেনদের। অবশ্য ২৯ মিনিটে ম্যাথিউস নুনেজের ক্রসে মাথা ছুইয়ে ঠিকই দলকে লিড এনে দেন হালান্ড।

আরও পড়ুন:

এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগে দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। বানার্দো সিলভার পাসে গোল করেন নিকো গঞ্জালেস। বিরতির পর নিজেদের তৃতীয় গোল আদায় করে নেয় সিটি। নিকো ও রাইলির পাস থেকে ম্যানসিটির জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু। এ জয়ে প্রিমিয়ার লিগে ২য় স্থানে উঠে এসেছে ম্যানসিটি।

এফএস