প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে।’ তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য।’
আরও পড়ুন:
শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। বডিক্যাম থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাপ ডেভেলপ করা হচ্ছে।’ এসময় তিনি জানান, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক হয়েছে।’
রানা প্রতাব হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘রানা প্রতাব বৈরাগীর হত্যায় ধর্মীয় কোনো উস্কানি নেই।। রানা চরমপন্থি রাজনীতি করতেন। নিজেদের অন্তঃকোন্দলের জেরেই তিনি খুন হয়েছেন। তিনি একটি হত্যা মামলার আসামি।’
প্রেস সচিব আরও বলেন, ‘এ সরকার এরইমধ্যে দেশের ইতিহাসে হাদি ও খালেদা জিয়ার জানাজাসহ ৩টি বড় ইভেন্ট কভার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস এরপর আরও বেড়েছে।’





