৩ বছর ৩ মাস পর এক পেসারের বাংলাদেশ

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে স্পিন রাজত্ব। সিরিজের ২য় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে চার স্পিনার নিয়ে। বোলিং বিভাগে একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান।

সময়ের বিচারে প্রায় ৩ বছর ৩ মাস পর স্কোয়াডে এক পেসার নিয়ে মাঠে নামলো বাংলাদেশ। সবশেষ ২০২২ সালের ১৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১ পেসার ছিল বাংলাদেশ দলে। সেবারেও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের সেই ম্যাচেও একাদশে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে আছেন নাসুম আহমেদ এবং মেহেদি হাসান মিরাজও।

সময়ের হিসেবে ৩ বছর ৩ মাস ৫ দিন এবং দিন হিসেবে ১ হাজার ১৯৩ দিন পর এক পেসার নিয়ে মাঠে বাংলাদেশ।

এনএইচ