কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডের প্রয়াণ

আম্পায়ার ডিকি বার্ড
আম্পায়ার ডিকি বার্ড | ছবি: বিবিসি
0

চলে গেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং ইংলিশ প্রবীণ আম্পায়ার হ্যারল্ড ডেনিস বার্ড (ডিকি বার্ড)। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর জানিয়েছে।

১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিং করেছেন বার্ড। এ সময়ে ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেন তিনি। এরমধ্যে তিনটি বিশ্বকাপ ফাইনালও ছিল তার দায়িত্বে। খেলোয়াড় ও দর্শকদের কাছে সৎ, রসিক ও স্বতন্ত্র আম্পায়ার হিসেবে তিনি সমানভাবে সমাদৃত ছিলেন।

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বার্নসলে এলাকায় জন্মগ্রহণ করনে এ খ্যাতনামা ইংরেজ ক্রিকেট আম্পায়ার। তিনি একসময় ক্রিকেট বিশ্বে ডিকি বার্ড নামে খ্যাত ও বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার হিসেবে সকল ক্রীড়ামোদীর প্রশংসা কুড়ান।

আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেট খেলাগুলো অপূর্ব দক্ষতার সাথে আম্পায়ার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। শৈশবে স্কুল জীবনে ডিকি নামে উপাধি পান তিনি। একজন খনি শ্রমিকের সন্তান হিসেবে ডিকি বার্ড সাউথ ইয়র্কশায়ারের স্টেইনক্রস গ্রামে বাস করতেন।

১৯৪৪ সালে বার্ড একাদশ শ্রেণীর পরীক্ষায় অকৃতকার্য হয়ে র‍্যালী সেকেন্ডারী মডার্নের জন্য ১৫ বছর বয়সে ১৯৪৮ সালে বাড়ী ত্যাগ করেন। এছাড়াও কয়লা খনিতে কাজ করার সময় তিনি মনে করলেন যে কাজটি তার জন্য উপযুক্ত নয়। এরপরই তিনি খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত করেন ও মনোনিবেশ ঘটান। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার অর্থাৎ বিয়ে করেননি।

ইএ