চীনের বেইজিংয়ে আগামী ১৩ এপ্রিল শুরু হবে ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন। যেখানে ১২ হাজার দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে বেশ কিছু রোবটও।
বিশ্বে এটিই হবে প্রথম মানুষ ও রোবটের ম্যারাথন প্রতিযোগিতা। জানা গেছে, রোবটগুলো প্রতিনিধিত্ব করবে বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে। তবে নিরাপত্তার কারণে আলাদা লেনে দৌড়াবে তারা।
এছাড়া প্রতিযোগিতায় রোবটদের জন্য বেঁধে দেয়া থাকবে সময়সীমা। দৌড় শেষ করার জন্য সর্বোচ্চ সাড়ে তিন ঘণ্টা সময় দেয়া হবে তাদের।
সবশেষে নিয়ম মেনে দ্রুততম সময়ে দৌড় শেষ করা তিনজনকে দেয়া হবে পুরস্কার।