দরজায় কড়া নাড়ছে বিপিএল। অনেকটা জোরেশোরেই চলছে মিরপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ। শেষবারের মতো পরীক্ষা চলছে ফ্লাডলাইটের। আউটার স্টেডিয়ামে জমা হয়েছে এলইডি সাইডস্ক্রিনের সরঞ্জাম।
কালো কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে পুরো আউটার স্টেডিয়াম। অনেকটা বদ্ধ দুয়ারে অনুশীলনে যাবেন ক্রিকেটাররা। বিপিএলের অনুশীলন শুরু হতে যখন মাত্র দিন দুয়েক বাকি তখন সবার মনে কৌতূহল কেন এই বেষ্টনী?
মাঠের এক প্রান্তে একা অনুশীলনে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমান। এবারের বিপিএলে ঢাকার হয়ে মাঠ মাতাবেন। গেলোবারের আসরে সুযোগ না মিললেও নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় ব্যাডবয় খ্যাত সাব্বির।
ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমান বলেন, ‘আগের বিপিএলে চান্স পায়নি আবার চান্স পেয়েছি এইটা আমার ক্যাশব্যাক।’
শ্রীলঙ্কা টি-টেন খেলে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। অধিনায়ক ও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত সাব্বির।
তিনি বলেন, ‘আমি যে পজিশনে খেলি সেটার গেম চেঞ্জ অনেক ভালো হয়েছে।’
দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পেলেও বিশ্বাস ভালো করলেই সুযোগ মিলবে দলে। বিসিবির কাছে প্রত্যাশা ঢাকার বাইরে সব বিভাগীয় স্টেডিয়াম এগুলোতে অনুশীলন সুবিধা বাড়ালে খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ বাড়বে।
তিনি বলেন, ‘আমি আশা করছি নার্ভাস হবো না। দুই একটা ম্যাচে রান করতে পারলে আমার কনফিডেন্স বাড়বে আরো।’
আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। সামাজিক মাধ্যমে বহুল আলোচিত একই সাথে সমালোচিত এই ক্রিকেটার চান ভালো খেলা দিয়েই মানুষের মন জয় করতে, জায়গা পাকা করতে চান জাতীয় দলেও।