এখন মাঠে
0

রায়ো ভায়োকানোর সঙ্গে রিয়ালের ড্র

লা-লিগায় রিয়াল মাদ্রিদ-রায়ো ভায়োকানোর মধ্যকার ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে।

ম্যাচটি জিততে না পারায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ হারিয়েছে রিয়াল। যদিও ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। চার মিনিটে লোপেজের গোলে এগিয়ে যায় ভায়োকানো।

এরপর ম্যাচে সমতা আনার চেষ্টা করলেও আরেকটি গোল হজম করে কার্লো আনচেলত্তির দল।

৩৬ মিনিটে মুমিনের গোলে ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোস প্রতিপক্ষরা। তবে, তার ঠিক ৩ মিনিট পরই ব্যবধান কমায় রিয়াল। গোল করেন ভালভার্দে। ৪৫ মিনিটে ব্যবধান সমান করেন বেলিংহাম। বিরতির পর এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

৫৬ মিনিটে ভায়েকানোর জালে বল জড়ান রদ্রিগো। তার ৮ মিনিট পর অবশ্য সমতা আনে রায়ে ভায়েকানো। পরে আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

এএম