এখন মাঠে
0

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতের আগ্রাসী ব্যাটিং করে দুই ওপেনার এমি হান্টার ও গ্যাবি লুইস। রাবেয়ার জোড়া আঘাতে ২ উইকেট হারালেও লরার ৩৬ ও রেবেকার ১৯ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।

এর আগে ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।

ব্যাটিংয়ে শুরুটা ভালো করে বাংলাদেশের দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। দলীয় ৩৩ রানে মুর্শিদা ফিরলেও শারমিন আক্তারকে নিয়ে ম্যাচের হাল ধরেন আরেক ওপেনার মোস্তারি।

এই জুটির ৭১ রানের পার্টনারশিপে ১৩ ওভারেই শতরানের মাইলফলক পার করে টাইগ্রেসরা। ব্যক্তিগত ৩৩ রানে শারমিন বিদায় নিলে একে একে সাজঘরের পথ ধরেন অন্য ব্যাটাররাও।

শেষ ৬ ওভারে স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই হারায় ৫ উইকেট। ২০ ওভার শেষে ১২৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সোবহানা মোস্তারি।

এসএস