রবিবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ে আসেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।। এক সপ্তাহের বেশি হয়েছে বুঝে পেয়েছেন মন্ত্রীত্ব। তবে নতুন দায়িত্ব হওয়ায় আপাতত কেবল মন্ত্রণালয়ের যাবতীয় তথ্য সংগ্রহ করছেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালের অধীনে একাধিক সংস্কার কাজ চলমান রয়েছে। এরকিছু নির্ধারিত সময় পার হয়ে গেলেও শেষ করা সম্ভব হয়নি। আবার অনেক কাজের বরাদ্ধ কয়েক দফা বেড়েছে। এসব চলমান কাজ সময় সীমার মধ্যে শেষ করতে চান যুব ও ক্রীড়া মন্ত্রী।
নাজমুল হাসান পাপন বলেন, 'যে প্রকল্পগুলো চণমান আছে সেগুলো দ্রুত শেষ করাই আমাদের লক্ষ্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপরই মূলত দেশের ফুটবল নির্ভর। ওখানে যে উন্নয়ন কাজ হচ্ছে অবস্থা জানতে হবে।'
আগের সরকারের আমলে দ্বায়িত্বে থাকা প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল থাকা কালীন প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ার একটি প্রকল্প পাস করে। তবে অর্থের অভাবে সেটি শুরু করতে পারেনি তিনি। সমস্যার সমধান করে দ্রুতই ক্রীড়াঙ্গনের এই মেগা প্রকল্প শুরু করতে চান পাপন। বলেন, 'শেখ রাসেল মিনি স্টেডিয়াম একটা বিশাল প্রকল্প। এটা এখন পর্যন্ত কতটুকু হয়েছে এবং এটার বাজেট কত, কত টাকা খরচ হয়েছে এসব পুরোপুরি জানা।'
দেশের বেশিরভাগ ফেডারেশনগুলো আছে নানা সমস্যায় জর্জরিত। সম্ভাবনময়ী এসব ফেডারেশন গুলোর মান উন্নয়নে কাজ করতে চান তিনি। আর এজন্য ফেডারেশনের কর্মকর্তাদের সাথে শিগগিরই বৈঠক করবেন নাজমুল হাসান পাপন।
ক্রীড়ামন্ত্রী আরও বলেন, 'কিছু কিছু ফেডারেশন আছে যাদের সাথে আলাদা করে বসা দরকার। যেমন ফুটবল এবং অলিম্পিক নিয়ে আলাদা বসাই ভালো। কারণ সময় একটু বেশি দিতে হবে।'
এছাড়া বেশ কিছু ফেডারেশন আছে যাদের বছরজুরে খুব বেশি কার্যক্রম থাকে না। এ সমস্ত ফেডারেশনগুলো লাইম লাইটে আনতে কাজ করতে চান ক্রীড়ামন্ত্রী।