এখন মাঠে
0

অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিটদের জয়জয়কার

আসরের মোট প্রাইজমানি প্রায় ৮৭ মিলিয়ন ডলার

অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিটদের জয়জয়কার। কোয়ার্টার ফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও কালোর্স অ্যালকারেজ। এছাড়াও মেয়েদের এককে প্রত্যাশিত জয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন শিরোপা প্রত্যাশীরা।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফরাসি অ্যান্দ্রেস মানারিনো সরাসরি তিন সেটে হেরে বসেন নম্বর ওয়ান জোকোর কাছে। ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই ম্যাচে, বলতে গেলে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি অ্যান্দ্রেস মানারিনো।

প্রথম সেট ৬-০ তে হারের পর, পরের সেটেও কোন গেম জিততে পারেননি তিনি। তৃতীয় সেটে অবশ্য লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু সার্বিয়ান সুপার স্টারের টেনিস দক্ষতার কাছে আর পাত্তা পাননি ১৯ নম্বর বাছাই অ্যান্দ্রেস মানারিনো।

দারুণ এ জয়ে অনেকটা নির্ভার হয়েই পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসে সর্বমোট প্রাইজমানি ৮৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। পুরুষ এককের চ্যাম্পিয়ন পাবে রেকর্ড ১০ মিলিয়ন ডলার।