তখনও বিজয় নিশ্চিত নয়… আন্দোলন তুঙ্গে… চলছে গণহত্যা…এমন সময় দোয়েলচত্বর, শহীদ মিনারে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশাচালক সুজনের স্যালুট। এরপর সেই স্যালুট দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে।
সুযোগ হয়নি স্কুলে পড়বার। তবু সেই স্যালুট সুযোগ করে দিয়েছে পাঠ্যবইয়ের অংশ হবার। মালিবাগ মোড়ের এই গ্রাফিতিই ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের ৩টি বইয়ের ব্যাক কাভারের রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিগত সময়ে পাঠ্যবইকে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের পোস্টারে পরিণত করে। তবে এবার বইয়ের কাভার থেকে শেখ হাসিনার ছবি আর বাণী বাদ দিয়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি স্থান পেয়েছে। একইসঙ্গে বিভিন্ন মনীষী ও কুরআন-হাদিসের বাণীও।
শিক্ষার্থীদের আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে সর্বজনীন মানবিক আবেদন এবং দেশপ্রেম সৃষ্টি করে এমন বাছাইকৃত ৪০টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের ৯০টি বইয়ের ব্যাক কাভারে স্থান পেয়েছে।
এই যেমন ১৯৭১ আর ২০২৪ যে একই সূত্রে গাঁথা, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের এই গ্রাফিতি তারই কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এই গ্রাফিতি তারই প্রমাণ। স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি এলে সব দল-মত যে এক হয়ে যায় এখানে সেটিই স্পষ্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এ গ্রাফিতিগুলো হচ্ছে আমাদের এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সবথেকে শৈল্পিক প্রকাশগুলোর একটি। এ মাধ্যমটিও মানুষ চমৎকারভাবে গ্রহণ করেছে।’
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম রিয়াজুল হাসান বলেন, দেয়ালে দেয়ালে এ অভিনব কাজটি তারা করে ফেলেছে। সুতরাং এটাকে একটা আমাদের স্যালুট জানানো দরকার। এজন্য আমরা পাঠ্যবইয়ের পেছনে যেগুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করেছে তাদের স্বপ্নের কথাগুলো আমরা সেগুলো বাছাই করে বইয়ের পিছনে দিয়েছি।’
জুলাই বিপ্লবের সময় গ্রাফিতি এঁকেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়। দেয়ালে আঁকা গ্রাফিতি যখন পাঠ্যবইয়ে তখন তাদের অনুভূতি কি সেটিও জানান তারা।
একজন শিক্ষার্থী জানান, আমরা আগে সবসময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রাসেলের ছবি সবসময় বইয়েই দেখতাম।
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি দেখছিলাম আমাদের অনেক আর্ট বইয়ের পেছনে দেয়া হয়েছে। এখন ওগুলো দেখে আমাদের একটা আনন্দ যে আমরা এটা অর্জন করেছি।’
অন্য এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যে একটা ভালো কাজ করেছি বা বিপ্লবের অংশ ছিলাম সেটা ইতিহাস থেকে এত তাড়াতাড়ি মুছে যায় নি।’