অনিবার্য কারণে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো | ছবি: এখন টিভি
1

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘মহিলা সমাবেশ’ স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

‘মহিলা সমাবেশ স্থগিত’ শিরোনাম দিয়ে জামায়াতের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ‘মহিলা সমাবেশ’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইনশা আল্লাহ।

আরও পড়ুন:

এর আগে, গত মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নির্বাচনি প্রচারণায় দেশের বিভিন্ন জায়গায় নারী হেনস্তা, হামলা ও কার্যক্রমে বাধা দেয়ার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়।

এসএস