রাজশাহীতে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল

মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। কারো হাতে ধানের শীষ, কারো হাতে জাতীয় পতাকা আবার কারো হাতে শোভা পাচ্ছে দলীয় পতাকা।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, ২০০৪ সালে একটি সম্মেলনে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। ২২ বছর পর এবার দলটির চেয়ারম্যান হিসেবে আজ এই নির্বাচনি জনসভায় আসছেন তিনি।

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে রাজশাহীতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার স্বার্থে জনসভার মঞ্চসহ নগরীর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন বিএনপি থেকে মনোনীত প্রার্থীকে ধানের শীষের প্রতীক তুলে দেবেন তারেক রহমান। তার এই নির্বাচনি জনসভা ঐতিহাসিক হবে বলেও জানান নেতাকর্মীরা।


এএম