বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর করবে: টুকু

বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু
বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের কাগমারা দারুল কোরআন ইসলামিয়া এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দেশের এক কোটি শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর করা হবে। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইলের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবো। বেকার সমস্যার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়া হবে।’

আরও পড়ুন:

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি দলের প্রতীক। এই প্রতীক রক্ষা করতে বিগত দিনে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। দুই হাজার নেতাকর্মী গুম হয়েছেন। আমার ব্যক্তির ভুল থাকতে পারে, তবে দল বা ধানের শীষ প্রতীকের কোনো ভুল নেই।’ তাই আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করতে সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।

মাদ্রাসার সভাপতি কামরুজ্জামান আক্তার হাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। এ সময় শহরের বিভিন্ন এলাকার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ