তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান

নির্বাচনি জনসভায় তারেক রহমান
নির্বাচনি জনসভায় তারেক রহমান | ছবি: এখন টিভি
2

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, বিএনপি ও লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ— ‘তাদের যদি প্রটোকল দরকার হয় তাহলে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন।’ আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রধান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন, ডক্টর ইউনূসসহ সকলকে অনুরোধ করবো- তাদেরকে যে প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন; আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি- সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে, তাদের প্রটোকল দরকারে তিন ডাবল করে দেন।’

তিনি বলেন, ‘তাদের প্রটোকল তিন ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এইটা জানতে পেরে মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক।’

নির্বাচনি প্রচারণায় তারেক রহমান |ছবি: এখন টিভি

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে যখন এত মানুষ শহিদ হচ্ছিলো, তখন তারা কী ভূমিকা রেখেছিল এখন মানুষ তা নতুন করে জানতে চাইছে।’

তিনি বলেন, ‘আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন। আমরা বলি, ভাই আপনাদের তো মানুষ একাত্তর সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে দেশের মানুষ দেখেছে আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তখন লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। আপনাদের ভূমিকার কারণে এ দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদের ভূমিকা আমরা ৫০ বছর আগেই দেখে ফেলেছি।’

আরও পড়ুন:

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এখন যখন এসব কথা তাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে; ঠিক তখনই মানুষ তাদের চালাকি ও ষড়যন্ত্র ধরে ফেলেছে। আর যখন তারাও বুঝতে পারছে যে মানুষ সব বুঝে গেছে, তখন তারা সরকারের কাছে গিয়ে বলছে—নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে।’

এফএস