আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিকেলে তার নির্বাচনি আসনের একটি পার্টি সেন্টারে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক বর্তমান চেয়ারম্যান, কাউন্সিল ও ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘এ নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা ফ্যাসিবাদ ও পরিবারতন্ত্রের রাজনীতিতে প্রত্যাবর্তন করবো; নাকি প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করে একটি গণতান্ত্রিক, সুশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমেই জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটবে। পাশাপাশি জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ সৃষ্টি হবে।’
মতবিনিময় সভার পরিচালনা করেন উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইন। এ সময় উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন; জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সাবেক জেলা আমীর মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম।





