তারেক রহমান বলেন, ‘কড়াইলে আপনারা যারা বসবাস করেন; আপনাদের সন্তান আছে, আমারও আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে, আমাদের আজকের সন্তানরা। আমরা চাই দালানে যে থাকেন, তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে; ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষদের সন্তান যেভাবে শিক্ষাব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে; যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন, তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যেন শিখতে পারে। তাদের সন্তানরাও যেন চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যেন একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি আপনাদের জন্য। এর আগেও আমাদের দল বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে, আমরা আমাদের সব দিয়ে চেষ্টা করেছি সে জবান রক্ষা করার জন্য। আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমি জানি না, এটি নির্বাচন আচরণবিধিতে পরবে কি না বা কেউ ষড়যন্ত্র করে করবে কি না। কিন্তু আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের প্রত্যেকের যদি দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহ রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই।’
কড়াইলবাসীদের আবাসনের বিষয়ে তারেক রহমান বলেন, ‘এখানে আপনারা যে কষ্ট করছেন, সে কষ্টটি আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু, বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেকের নামে ছোট ছোট ফ্ল্যাট করবো। যারা এখানে বহু বছর হলে আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই। যাকে করে ঢাকা শহরে এ এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। সবকিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের ওপরে।’





