আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে সোমবারের এ কর্মসূচির কথা জানান তিনি।
ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমরা সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী ইসির সামনে অবস্থান নিয়েছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সে অবস্থান কর্মসূচি ধরে রেখেছি। আমাদের ঘেরাও কর্মসূচি নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
তিনি বলেন, ‘আমরা তিনটি বিষয় অ্যাড্রেস করেছি, সেগুলো তো আপনারা জেনেছেন যে, পোস্টাল ব্যালট ইস্যুতে তারা আমাদের আশ্বস্ত করেছে। এ বিষয়টি গুরুতর, বিধায় তারা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
আরও পড়ুন:
একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার নির্বাচন কমিশন ভবনে এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রভাবিত করেছে উল্লেখ করে রাকিব বলেন, ‘সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে তারা অবগত রয়েছে। অবশ্যই পরবর্তীতে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে, সেগুলো তারা দেখবে।’
আজকের অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে ছাত্রদলের সভাপতি বলেন, ‘ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল আবারো ১১টা থেকে আমাদের এ ঘেরাও কর্মসূচি শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এ ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবো।’
এসময় নির্বাচনে ষড়যন্ত্র বা কোনো ধরনের মবকারীদের হুঁশিয়ারি বার্তা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো না। আমরা তাদের এ বিষয়ে অবগত করেছি।’





