এলডিপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ; ইনসেটে মিয়া গোলাম পরওয়ার
এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ; ইনসেটে মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (শনিবার, ১৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বীর বিক্রম” খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

এ মামলাকে ‘হয়রানিমূলক’ ও ‘মিথ্যা’ হিসেবে উল্লেখ করে তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

এসএইচ