নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মনির হেসেন কাসেমীর

সংবাদ সম্মেলনে মনির হেসেন কাসেমী
সংবাদ সম্মেলনে মনির হেসেন কাসেমী | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনীর হোসেন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনির হেসেন কাসেমী বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং কোনো ধরনের বৈষম্য চলবে না।’

সংবাদ সম্মেলনে তিনি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব নিয়ন্ত্রণে আনতে পারে। নির্বাচনকে যেন অর্থের খেলায় পরিণত করা না হয়।’

এজন্য প্রশাসনকে কঠোর নজরদারির অনুরোধ জানান তিনি। একইসঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়, সেদিকেও গুরুত্ব দেন।

আরও পড়ুন:

নিজের অবস্থান তুলে ধরে মনির হেসেন কাসেমী জানান, ব্যক্তি হিসেবে তিনি সহিংসতা ও অহংকারে বিশ্বাসী নন, বরং বিনয় ও শালীনতার মধ্যেই তার শক্তি। দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি দলের ওপর আস্থা রাখার কথাও জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতীক বরাদ্ধের পর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে।’

তবে প্রাথমিকভাবে জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান।

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, ‘নির্বাচন ও আইনি ধারা বিষয়ে জনগণকে আরও সচেতন করতে রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন।’

এসএস