আইনের ফাঁক-ফোকর দেখিয়ে জাপাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়েছে ইসি: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন | ছবি: এখন টিভি
0

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আইনের ফাঁক-ফোকর দেখিয়ে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। আজ (রোববার, ৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইনের ফাঁক-ফোকর দেখিয়ে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট কেন্দ্র করে, এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগপত্র এখনও অফিশিয়ালি গৃহীত হয়নি।’

আরও পড়ুন:

এছাড়া জোটের আসন ভাগাভাগি এবং এ জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানান আখতার হোসেন।

এএম