তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্রের পথে এগোবে বাংলাদেশ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার।’

একই আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার শোককে যেন কোনোভাবেই দলীয় নির্বাচনি উদ্দেশে ব্যবহার না করা হয় সে বিষয়ে দল সজাগ থাকবে। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহিদদের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় বিএনপি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আরও পড়ুন:

খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিএনপি বিকল্প প্রার্থী দেয়ার পরিকল্পনাও করছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

এদিন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও দলের নেতাকর্মীরা শোক বইয়ে স্বাক্ষর করেন। সকাল ১০টায় শুরু হওয়া তৃতীয় ও শেষ দিনের স্বাক্ষর কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এসএস