খালেদা জিয়ার ধৈর্য-দৃঢ়তা আমাদের জন্য শিক্ষণীয় উদাহরণ: তাসনিম জারা

খালেদা জিয়া; তাসনিম জারা
খালেদা জিয়া; তাসনিম জারা | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. তাসনিম জারা। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তাসনিম জারা।

পোস্টে তিনি লেখেন, ‘রাজনীতির কঠিনতম সময়গুলোতে বেগম খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে। কিন্তু তার ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মত তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।’

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।

এসএইচ