খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার

মনোনয়নপত্র জমা দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার
মনোনয়নপত্র জমা দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার | ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তিনি খুলনা-৫ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসএইচ