জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম

মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন
মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন | ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস মো. রফিকুল ইসলাম। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মো. রফিকুল ইসলাম দলটির নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এসময় তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, ষাটের দশকে ছাত্র আন্দোলনের কর্মী, হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক—এ দীর্ঘ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক যাত্রার পর তিনি ’৭১ সালে মুক্তিযোদ্ধা হিসেবে কুলিয়ারচর, ভৈরব ও কিশোরগঞ্জ অঞ্চলে সরাসরি অপারেশনে অংশ নেন।

যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমির মাওলানা কবির হোসেন এবং পৌরসভা আমির শাহজাহান সরকার উপস্থিত ছিলেন।

এসএইচ