গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার নামটি সবার আগে আসবে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে বা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার নামটি সবার আগে আসবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ এখন রূপান্তরের যে সময় পার করছে, এসময় দেশের মানুষ খালেদা জিয়াকে নিয়ে কোনো খারাপ সংবাদের জন্য প্রস্তুত না বলেও জানিয়েছেন তিনি।

গতকাল (শনিবার, ৩০ নভেম্বর) দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি এসব বলেন।

আরও পড়ুন:

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রত্যাশা করি তিনি দ্রুতই সুস্থ হবেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ তিনি দেখে যাবেন। শহিদদের এবং আহদের ত্যাগের বিনিময়ে খালেদা জিয়া, শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনামলের সমাপ্তি দেখেছেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন।’

তিনি বলেন, ‘এখন গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপও আমাদের সঙ্গে পার করবেন, এটাই প্রত্যাশা।’

এসএস