তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান | ছবি: সংগৃহীত
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমান উল্লাহ আমান।

আরও পড়ুন:

এসময় ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনি সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস