বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে বড় সংস্কার হবে: খসরু

কথা বলছেন আমির খসরু
কথা বলছেন আমির খসরু | ছবি: এখন টিভি
0

বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও ইনস্যুরেন্স খাতগুলো বড় ধরনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তিতে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘যারা লুটপাট করেছে তারা কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনৈতিক নিরাপত্তার জন্য মানুষ বীমা করে কিন্তু লুটপাটের কারণে গ্রাহকরা টাকা ফেরত পায় না।’

আমির খসরু বলেন, ‘দলীয় বিবেচনায় ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছিল। নির্বাচিত সরকারের মাধ্যমে আর্থিক খাতগুলোয় জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে।’ নতুন বাংলাদেশ গড়তে হলে সকলকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেন বিএনপির এ সিনিয়র নেতা।

এএইচ