কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ (রোববার, ২৩ নভেম্বর) সন্ধ্যা নাগাদ এ তথ্য জানান তিনি।

শায়রুল কবির খান জানান, সন্ধ্যার পরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন তিনি।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজ বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে রওনা দেবেন তিনি।

আরও পড়ুন:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।

গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন।

এসএইচ