ইমাম-খতিবদের সমাজের দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
0

ইমাম-খতিবদের সমাজের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘ইমাম-খতিবদের সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে।’ ইমাম-খতিবরা কারও করুণার পাত্র হবে, সেটা জামায়াতে ইসলামী দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

একই অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্য কয়েকটি দলের ঐক্য না, সবার ঐক্য, যেখানে আলেম-ওলামার ঐক্যও গুরুত্বপূর্ণ। দেশ গঠনের দায়িত্ব সবার।’

এছাড়া দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে এনসিপি আলেম ওলামার ৭ দফা দাবির সমর্থন করে বলেও জানান তিনি।

এসএইচ