সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, রিকশাচালক সুজন রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এনসিপির পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন। এসময় অনুষ্ঠানে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা ঢাকা-৮ আসন লেখা সম্বলিত প্রিন্ট দেয়া কাগজ উপস্থিত সাংবাদিকদের দেখান।
গত কয়েকদিন ধরেই সুজনের এনসিপি থেকে মনোনয়ন নেয়ার বিষয়টি আলোচনা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে পক্ষ-বিপক্ষে অনেকে পোস্টও করেছেন।
এনসিপি থেকে মনোনয়ন ফরম কেনার প্রতিক্রিয়ায় রিকশাচালক সুজন বলেন, ‘অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।’
আরও পড়ুন:
জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন এই রিকশাচালক। পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ হয়েছে। বিভিন্ন এলাকায় দেয়াল-চিত্রে দেখা গেছে সুজনের সেদিনকার সেই ভঙ্গির চিত্রকর্ম।
আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি তিন হাজার মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।





