আ.লীগের নাশকতার প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তার দোসরদের দেশব্যাপী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বাদ জুমা জেলা শহরের দেওয়ানী মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন:

এতে বক্তব্য রাখেন জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদসহ আরও অনেকে।

এসএস